বাংলাদেশে হুয়াওয়ে নোভা 11 এর দাম কত। Huawei Nova 11 SE Price in Bangladesh 2023

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Huawei Nova মোবাইল ফোন। এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 256 GB ইন্টারন্যাল স্টোরেজ। হুয়াওয়ে নোভা 11 -এর বাংলাদেশ দাম 35,000।

Huawei Nova 11 SE

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Huawei Nova ও পিছিয়ে নেই রেডমি 11 SE- সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে।রেডমি 13C- একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে 8GB 256GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে (Colour) চলে আসছে। রেডমি নোট 12 দাম ২০২৩

হুয়াওয়ে নোভা (Huawei Nova) তাদের Nova সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Huawei Nova 11 SE। বাংলাদেশে একটি জনপ্রিয় হুয়াওয়ে মোবাইল ফোন। Nova এই সিরিজে কোম্পানি হুয়াওয়ে স্মার্টফোন ডিসেম্বর মাসের মধ্যেই লঞ্চ হবে। (হুয়াওয়ে মোবাইল প্রাইস ইন বাংলাদেশ)।

বাংলাদেশে হুয়াওয়ে নোভা 11 এর দাম কত

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় ভিভো ও পিছিয়ে নেই হুয়াওয়ে নোভা – সিরিজ এর ফোনটি Vivo, Oppo, xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Huawei Nova 11SE।

বাংলাদেশে হুয়াওয়ে নোভা 11 (Huawei Nova 11SE)এর দাম কত 35,000 টাকা।

Highlights 

  1. Huawei Nova 11 SE 90 হার্টজ রিফ্রেশ (OLED)) ডিসপ্লে।
  2.  ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর  
  3. Qualcomm Snapdragon 695 দেওয়া হয়েছে।

Huawei Nova 11 SE এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Huawei Nova 11 SE ফোনে 6.67-ইঞ্চির পাঞ্চ-হোল ওলেড (OLED) ডিসপ্লে। এটি 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

আরও পরুনঃ Oppo Find N3 ফোন বাজারে আসছে হ্যাসেলব্লাডে ক্যামেরার সাথে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রিয়ার  ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ক্যামেরাগুলি হল 100 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

প্রসেসর: আবার হুয়াওয়ে নোভা ১১ এসই ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 680 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: হুয়াওয়ে নোভা ১১ এসই স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4500 এমএএইচ ব্যাটারি এবং 66W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

আরও পরুনঃ ফটোগ্রাফির জন্য বিশেষ ফিচার সহ বাজারে আসছে ওপ্পোর নয়া ফোন

ওএস: হুয়াওয়ে নোভা ১১ এসই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ভিত্তিক হারমনি ওএস ৪ (Harmony OS 4) সিস্টেম রান করবে।

স্টোরেজ: হুয়াওয়ে নোভা ১১ এসই ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজে পাওয়া যাবে।

বাংলাদেশে হুয়াওয়ে নোভা 11 এর দাম কত।

Huawei Nova 11 SE Price in Bangladesh 2023

Leave a Comment