WhatsApp Voice Note Status: WhatsApp-এ আসছে দুর্দান্ত এক নতুন ফিচার,হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে ভয়েস নোট

WhatsApp

WhatsApp একের পর আপডেট নিয়ে আসছে। চলতি বছরেই এই সংস্থা অনেক গুলি আপডেট নিয়ে এসেছে। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে , তাদের সুরক্ষা যাতে লঙ্ঘিত না হয় সেই বিষয়ে সর্বদা সচেষ্ট থাকে হোয়াটসঅ্যাপ।

আরো পরুন-হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন দুই সুবিধা

Whatsapp Features: ইউজারদের সুবিধার্থে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) নতুন ফিচার লঞ্চ করে চলেছে।(Whatsapp Status) ক্ষেত্রে ফিচার আপডেট করতে চলেছে। বর্তমানে শুধু ছবি এবং ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারেন ইউজাররা। এবার এখানেই যুক্ত হতে চলেছে ভয়েস মেসেজ (Voice Message) বা ভয়েস নোটও (Voice Note) সুবিধা পেতে পারেন হোয়াটসঅ্যাপের ফিচার নিয়ে আপডেট করে এমন একটি ওয়েবসাইট Wabetainfo এই তথ্য দিয়েছে।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার স্ট্যাটাসের ট্যাবের নিচেই একটু নতুন আইকন দেওয়া হবে সেটার সাহায্যেই কেউ খুব ব্যস্ত থাকলে দ্রুত একটা ভয়েস নোট স্ট্যাটাস শেয়ার করে দিতে পারবেন। অন্যান্য স্ট্যাটাসের মতোই আপনি যাদের সঙ্গে সেই স্ট্যাটাস ভাগ করে নিতে চান, যেমন সেটিং রাখতে চান এক্ষেত্রেও তেমনটাই পারবেন।

Leave a Comment