বাংলাদেশে ভিভো Y36i এর দাম কত? vivo y36i price in bangladesh 8 128 2024

বাংলাদেশে ভিভো ওয়াই ১০০ এর দাম কত? Vivo Y100 Price in Bangladesh 2024

ভিভো (Vivo) তাদের Y সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Vivo Y36i। বাংলাদেশে একটি জনপ্রিয় ভিভো মোবাইল ফোন। Y এই সিরিজে কোম্পানি Vivo Y36i স্মার্টফোন চীনে পেশ করা হয়ছে। (ভিভো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ)। Vivo Y100 Price in Bangladesh 2024-20,000।

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় ভিভো ও পিছিয়ে নেই ভিভো- Y সিরিজ এর ফোনটি Oppo, xiaomi কে টক্কর দিতে চলেছে। Vivo Y36i Glass front, plastic frame এবং plastic back কালারে সেল করা হবে।

বাংলাদেশে ভিভো ওয়াই 36i (Vivo Y36i)এর দাম কত 20,000 টাকা।

Highlights 

  1. Vivo Y36i 90 হার্টজ রিফ্রেশ (IPS LCD) ডিসপ্লে।
  2. 5000 mAh Battery
  3. Mediatek Dimensity 6020 (7 nm) দেওয়া হয়েছে।
Vivo Y36i এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y36i ফোনে 6.56-ইঞ্চির IPS LCD capacitive touchscreen ডিসপ্লে। এটি 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

আরও পরুনঃ Oppo Find N3 ফোন বাজারে আসছে হ্যাসেলব্লাডে ক্যামেরার সাথে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে দুইটি ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ক্যামেরাগুলি হল 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

প্রসেসর: আবার ভিভো Y36i ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6020 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: ভিভো Y36i স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 15W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই।

আরও পরুনঃ ফটোগ্রাফির জন্য বিশেষ ফিচার সহ বাজারে আসছে ওপ্পোর নয়া ফোন

ওএস: Vivo Y36i ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং ফানটাচ ওএস ১৩ (OriginOS 3) সিস্টেম রান করবে।

স্টোরেজ: Vivo Y36i ফোনটি 128 GB এর সঙ্গে 4 GB পাওয়া যাবে।

Leave a Comment