Vivo V30 সিরিজের টিজার দেশের বাজারে খুব তাড়াতাড়ি লাঞ্চ হতে চলেছে ভিভো

কোম্পানির নতুন ফোন Vivo V30 সিরিজ লঞ্চ হবে। ভিভো কোম্পানি তাদের এই ফোনটি গ্লোবাল সাইডে উপকামিং টিচার এ শেয়ার করে কনফার্ম করে দিয়েছেন যে এই সিরিজে কমপক্ষে দুইটি ফোন লঞ্চ করা হবে।

অনুমান করা হচ্ছে সিরিজ এ প্রথম Vivo V30 এবং Vivo V30 Pro পেশ করা হবে। আন্তর্জাতিক বাজারে লঞ্চ এর পুরো এই ডিভাইসটি সব দেশের মার্কেটে সেল করা হবে। অফিসিয়াল সাইটের মাধ্যমে শেয়ার করা তথ্য এবং ফোনে এর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হলো।

Vivo V30 সিরিজের টিজার Vivo V30 সিরিজের Microsoft দেখা গেছে ফিলিপিনস এর ওয়েবসাইটে। এখানে এই আপকামিং ফোনের প্রথম লোক দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে কার্ভ ডিসপ্লে সঙ্গে স্ক্রিনের উপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটাআউট থাকবে। ফোনের ব্যাক সাইটে চার কোনা ক্যামেরা মিডিউল থাকতে পারে।

Vivo V30 এর ফুল স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo V30 ফোনে ৬.৭৮ ইঞ্চি কার্ভ অ্যামুলেট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন ১২৬০ X ২৮০০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্জ refresh rate সাপোর্ট করবে বলে জানা গেছে।

প্রসেসর: এই ফোনের পারফরম্যান্সের এর জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট যোগ করা হতে পারে। স্টোরেজ: এই ফোনে ডেটা স্টোর করার জন্য ১২ জিবি রেম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ থাকতে পারে। ক্যামেরা: এই ফোনে এলইডি প্লাস সহ ট্রি প্রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ৫০ মেগাপিক্সেল এর প্রাথমিক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা সেন্সর এর সঙ্গে আরেকটি ক্যামেরা সেন্সর থাকতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আসিওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

ওএস: Vivo V30 ফ্রিজের ফোন লিস্টেড এন্ড্রয়েড ১৪ এবং ফানটাচ ওএস ১৪ এর সঙ্গে পেশ করা হতে পারে।

Leave a Comment