Tecno Pova 5 Pro অফিসিয়াল বহুল আলোচিত নয়া স্মার্ট ফোন Tecno Pova 5 Pro বাজারে আসছে। ডিজাইন দেখলে মুগ্ধ হবেন, ক্যামেরায় সবার সেরা Vivo X 100
টেকনো (Tecno Pova) তাদের নয়া সিরিজ Pova 5 Pro ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে টেকনো পোভা ৫ প্রো ৫জি (Tecno Pova 5 Pro 5G) ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Tecno Pova 5 Pro 5G ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে বের করা হয়েছে। Tecno Pova 5 Pro 5G সিরিজ সম্পূর্ণ নতুন ডিজাইন এবং কালার বিকল্পে লঞ্চ হবে।
Tecno Pova 5 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Tecno Pova 5 Pro 5G ফোনে 6.78-ইঞ্চির IPS LCD ডিসপ্লে এর সাথে আসবে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। যে Samsung Galaxy 22টি স্মার্টফোনে আসছে Android 14 আপডেট
ক্যামেরা: টেকনো পোভা ৫ প্রো ৫জি ফটোগ্রাফির জন্য,এই ফোনে দুইটি রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপার্চার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
প্রসেসর: আবার টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Mediatek MT6833P Dimensity 6080 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: Tecno Pova 5 Pro 5G স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 68W ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করবে। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ওএস: Tecno Pova 5 Pro 5G ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং সিস্টেম রান করবে।
স্টোরেজ: টেকনো পোভা ৫ প্রো ফোনটি একটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটির 8GB RAM 128+256GB স্টোরেজ যোগ করেছে।