টেক ব্র্যান্ড (Tecno) তাদের Pop সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Tecno POP 8। বাংলাদেশে একটি জনপ্রিয় টেকনো মোবাইল ফোন। POP এই সিরিজেলো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। (টেকনো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ)। মার্কেটে ফোনটি Mystery White, Alpenglow Gold, Magic Skin এবং Gravity Black কালারে বাজারে আসবে।
Highlights
- 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারির।
- Tecno POP 8 UNISOC Tiger T606
- 10W 5,000mAh Battery দেওয়া হয়েছে।
Tecno POP 8 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Tecno POP 8 ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.6 ইঞ্চিরএইচডি+ ডিসপ্লে ডিসপ্লে যোগ করা হয়েছে। 90 হার্টস রিফ্রেশরেটে।
আরও পরুনঃ Oppo Find N3 ফোন বাজারে আসছে হ্যাসেলব্লাডে ক্যামেরার সাথে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ক্যামেরাগুলি হল 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2MP লেন্স যোগ করা হয়েছে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
প্রসেসর: আবার Tecno POP 8 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে UNISOC Tiger T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: Tecno POP 8 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি এবং 10W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। আরও পরুনঃ ফটোগ্রাফির জন্য বিশেষ ফিচার সহ বাজারে আসছে ওপ্পোর নয়া ফোন
ওএস: Tecno POP 8 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম কাজ করে।
স্টোরেজ: Tecno POP 8 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি 3GB RAM + 64GB ROM, 4GB RAM + 64GB ROM এবং 4GB RAM + 128GB ROM মডেলে পেশ করা হয়েছে।