Samsung Galaxy A13 গ্যালাক্সি A১৩ এর দাম কত ২০২৪

Samsung Galaxy A13 চলতি বছরের সব থেকে সস্তা স্মার্টফোন ফোন।

বাংলাদেশে সুজুকি বাইকের দাম ২০২৩

বাংলাদেশি মূল্যে 18,999 টাকা

Samsung Galaxy A13 – Specification

Samsung Galaxy A13 দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 4 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ। এই স্মার্টফোন ডুয়াল ন্যানো সিম 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লের রয়েছে।প্রসেসর দেওয়া হয়েছে নিজস্ব এক্সিনস 850 অক্টা-কোর প্রসেসর। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12 নির্ভর ওয়ানইউআই 4.1 দ্বারা পরিচালিত।

Samsung Galaxy A13স্মার্টফোনটির পেছনে থাকছে 4 টি ক্যামেরা সেটআপ  50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর,একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ শুটার,এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা‌।

32MP Selfie Camera, 12GB RAM সহ বাজারে আসছে 6000mAh battery সহ চীনে লঞ্চ হল Honor Play 50+

এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 

Samsung Galaxy A13 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে  সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। স্মার্টফোনের ওজন 195 গ্রাম। 

Samsung Galaxy A13অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, ইনফ্রারেড ইত্যাদি।  পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক।E passport check

Leave a Comment