Redmi note 13 Pro ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং 67 W চার্জিং।

আমাদের বাজারে শাওমি (Xiaomi) খুব তাড়াতাড়ি Note সিরিজের নতুন নতুন সব স্মার্ট ফোন গুলি লঞ্চ করার পরিকল্পনা করছে। বাজারে আসছে Note সিরিজের ডিভাইস রেডমি নোট ১৩ প্রো যা অক্টোবর মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।


রেডমি নোট ১৩ প্রো এই ফোনের মডেলটি সম্পর্কে চীনের 3C (CCC) অফিসিয়াল সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে যা এর বৈশিষ্ট্য প্রকাশ এবং ফিচার সম্পর্কে ধারণা করেছে। শাওমি নতুন ফোনটি সম্পর্কে 3C প্ল্যাটফর্ম পার্কে কি কি তথ্য তুলে ধরেছে চলুন দেখে নেওয়া যাক। স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট 2024 এর ডিটেইলস প্রকাশ


ফোনটি মডেলটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে । আমরা আশা করি শাওমি রেডমি ১৩ প্রো বাজারে অনেক জনপ্রিয়তা লাভ করবে। আমাদের জানা লিস্টিং অনুযায়ী কোনটি 2312DRA50C এই মডেলে নাম্বার এ অঙ্গে ধারণ করে । এর আগে টেনা (TENAA)- চীনের আর একটি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। যদিও আমাদের নির্দিষ্ট করে এর স্মার্টফোনটির সম্পর্কিত কোন তথ্য প্রকাশ করেনি কিন্তু এটি নিশ্চিত যে রেডমি নোট ১৩ প্রো তে ৬৭ ওয়াট নিশ্চয়ই থাকবে।

রেডমি নোট ১৩ প্রো


মূলত শাওমি এর ফোন গুলোর তুলনায় নোট ১৩ প্রো এর ফার্স্ট চার্জিংয়ে কোন আপগ্রেড আনেনি। কেননা আগে রেডমি নোট ১২ প্রো তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এর ব্যবহার করা হয়েছে। ৩সি(3C) সার্টিফিকেশন নোট ১৩ প্রো মডেলের অন্য কোন তথ্য উল্লেখযোগ্যভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে দেয় নি। কিন্তু এইটা শিওর যে ১৩ প্রো অক্টোবরে চিনে মাত্র লঞ্চ হবে এবং কিছুদিন পর গ্লোবাল মার্কেটে ও লঞ্চ হবে। OnePlus Open এর দাম কত, লঞ্চের আগেই লিক হল


এ পর্যন্ত আমাদের মাঝে ৩সি (3C) যে তথ্য উল্লেখ করেছে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি।Redmi Note 13 Pro-এ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে ২,৭১২×১,২২০ পিক্সেল। এর কনফিগারেশন হবে বিভিন্ন ধরনের একের অধিক। যেমন ৮ জিবি র‍্যাম+ ১২৮ জিবি রম স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ থাকবে। Redmi Note 13 Pro তে আমরা ব্যাটারি ব্যাকআপ হিসেবে ৫০২০ এমএইচ দেবে বলে আশা করা হচ্ছে । এবং ক্যামেরায় ২00 মেগাপি খেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আলট্রা ওয়াই থাকবে। অ্যাপল আইপ্যাড মিনি 7 নজর কারা ফিচার নিয়ে বাজারে আসছে

Leave a Comment