oppo reno 8 pro অপ্প রেনও ৮ প্রো Snapdragon 7 gen1 প্রসেসর সাথে,Gorilla Glass 5 এর সুরক্ষার সাথে বাজারে আসতে চলেছে

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় oppo মোবাইল ফোন।এতে রয়েছে 12 GB RAM এবং ইনবিল্ড 256 GB ইন্টারন্যাল স্টোরেজ। oppo reno 8 Pro-এর বাংলাদেশ দাম 44,999।

oppo reno 8 pro

oppo Reno 8 Pro

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় oppo ও পিছিয়ে নেই oppo reno 8 Pro সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। oppo reno 8 Pro একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  8GB 256 GB এবং সেই সঙ্গে তিনটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।

oppo reno 8 Pro Specifications:

 Oppo Reno8 pro ফোনে আছে 6.62 ইঞ্চির QHD+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে । 120 হার্টজ রিফ্রেশ রেট। 

আবার Oppo Reno8 pro ফোনে  বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ও কর্নিং গরিলা গ্লাস 5 প্রটেকশন।

Oppo Reno8 pro  ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12  ভিত্তিক ColorOS 12.1 কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno8 pro ফোনের পেছনে থাকছে 3 টি ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.8অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,  8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এফ/2.4 অ্যাপারচার, এবং 2 মেগাপিক্সেল (ম্যাক্রো)এফ/2.4 অ্যাপারচার । 4k ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.4 অ্যাপারচার 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।

Oppo Reno8 pro ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Qualcomm SM450-of Snapdragon 8G1 (4NM) প্রসেসর।

Oppo Reno8 pro  স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4500 এমএএইচ ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জার 

Oppo Reno8 pro ফোনটি 8 জিবি র‌্যম 128 জিবি স্টোরেজ ,8 জিবি র‌্যম 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‌্যম 256 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Oppo Reno8 pro কালো, নীল এবং সোনালি এই তিনটি কালারে পাওয়া যাবে। 

Oppo Reno8 pro স্মার্টফোনের ওজন 188 গ্রাম।

Leave a Comment