OnePlus 11 এর দাম বাংলাদেশে 2023 ৳-65,000
বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Oneplus ও পিছিয়ে নেই Oneplus 11 সিরিজ এর OnePlus 11 এর দাম বাংলাদেশে 2023 ফোনটি Vivo, Samsung, Oppo, Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে।OnePlus 11 একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 12/256, 16/256 and 16/512GB এবং সেই সঙ্গে দুইটি বিভিন্ন রঙে(Colour) আসতে চলেছে।(OnePlus 11 এর দাম বাংলাদেশে 2023)
বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Oneplus মোবাইল ফোন।এতে রয়েছে 12 GB RAM এবং ইনবিল্ড 256 GB ইন্টারন্যাল স্টোরেজ।OnePlus 11 বাংলাদেশ দাম 65,000 টাকা।(OnePlus 11 এর দাম বাংলাদেশে 2023)
ওয়ানপ্লাস ১১ ফোনে আছে 6.7 পাঞ্চ-হোল ডিসপ্লে। বৈশিষ্ট্য HDR10+, 120Hz রিফ্রেশ রেট, সর্বদা-অন ডিসপ্লে, সর্বোচ্চ 1300 নিট । আবার OnePlus 11 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 (4 nm) প্রসেসর।
রেডমি মোবাইল দাম ২০২৩ বাংলাদেশ
ওয়ানপ্লাস ১১ স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 100 ওয়াট ফাস্ট চার্জার । এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক সেন্সর পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ১১ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে (OnePlus 11 এর দাম বাংলাদেশে 2023) থাকছে অ্যানড্রয়েড 12 ভিত্তিক Oxygen OS 13 কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য,ওয়ানপ্লাস ১১ ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এফ/2.2 অ্যাপারচার এবং 32 মেগাপিক্সেল (ম্যাক্রো)এফ/2.4 অ্যাপারচার । 8k ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.1 অ্যাপারচার 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। (OnePlus 11 এর দাম বাংলাদেশে 2023)
ওয়ানপ্লাস ১১ ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 12 জিবি রেম 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি রেম 256 জিবি স্টোরেজ এবং ১৬ জিবি রেম 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ১১ স্মার্টফোনের ওজন 205 গ্রাম।