স্ন্যাপড্রাগন 8 জেন 3 সাথে নিয়ে বাজারে আসছে iQoo 12, ডিসেম্বর লঞ্চ হবে বাজারে

আইকু (iQOO) তাদের 12 সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে iQOO 12 5G । বাংলাদেশে একটি জনপ্রিয় আইকু মোবাইল ফোন। 12 এই সিরিজেলো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। (ভিভ মোবাইল প্রাইস ইন বাংলাদেশ)।

 

iQOO 12 5G নয়া ফোনে বাজারে লঞ্চ করতে যাচ্ছে। নয়া এই সিরিজে  iQOO 12 এবং iQOO 12 Pro নামের দুটি স্মার্টফোন বাজারে আসবে। ফোনের লঞ্চ ডেট কনফার্ম করেছে তারা। পিছনে একটি 100x ডিজিটাল সাপোর্টেড 64-মেগাপিক্সেল।কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট 16GB/1TB স্টোরেজ থাকবে। সফ্টওয়্যার দিকটি Android 14 ( ব্যাটারি 5,000 mAh এ আসে এবং 120W চার্জিং দেওয়া হয়ছে।

iQOO 12 official looking photos

 

     Highlights 

  1. 144Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারির।
  2. স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এর সাথে বাজারে আসবে। 
  3.   iQOO 12 ডিসেম্বর 12 তারিখ লঞ্চ হবে বাজারে।

 

iQOO 12 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

 

ডিসপ্লে: iQOO 12 5G ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চিরBOE OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। 144 হার্টস রিফ্রেশরেটে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে।

আরও পরুনঃ Oppo Find N3 ফোন বাজারে আসছে হ্যাসেলব্লাডে ক্যামেরার সাথে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনেরেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ক্যামেরাগুলি হল OIS সাপোর্টেড 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64-মেগাপিক্সেল OV64B টেলিফটো লেন্স যা 100x ডিজিটাল জুম সাপোর্টেড । এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

প্রসেসর: আবার iQOO 12 5G ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: iQOO 12 5G স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি এবং 144W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। আরও পরুনঃ ফটোগ্রাফির জন্য বিশেষ ফিচার সহ বাজারে আসছে ওপ্পোর নয়া ফোন

ওএস: iQOO 12 5G ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম কাজ করে।।

স্টোরেজ: iQOO 12 5G ফোনটি 16GB / 1TB এর পারফরমেন্স পাওয়া যাবে।

Leave a Comment