স্যামসাং (Samsung) তাদের S সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Samsung Galaxy S24। বাংলাদেশে একটি জনপ্রিয় স্যামসাং মোবাইল ফোন।এই সিরিজে কোম্পানি Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra নামে তিনটি স্মার্টফোন বাজারে আসতে পারে। (স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ) আগামি বছরের Galaxy S23 সিরিজের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হবে।
বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং- S সিরিজ এর ফোনটি Vivo, Oppo, xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Samsung Galaxy S24 একটি ভার্সন আগামি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে লঞ্চ হবে
Samsung এর Galaxy S24 সিরিজ সম্পর্কে
S24 সিরিজ সম্পর্কে ফাঁস হওয়ার সাথে সাথে এর লঞ্চ টাইমলাইনেরও একটি ইঙ্গিত রয়েছে। Galaxy S24 সিরিজের Galaxy S24, S24 Plus এবং S24 Ultra ফোনে টাইটেনিয়াম বডি দেওয়া হবে বলে প্রকাশ করা হয়েছে।
S24 কবে লঞ্চ হবে
কোম্পানি আগামী 2024 সালে S24 সিরিজ লঞ্চের প্রস্ততি নিচ্ছে। Samsung Galaxy S24 সিরিজে থাকতে পারে নতুন টাইটেনিয়াম ডিজাইন যা iPhone 15 Pro Max এর বিরুদ্ধে টেক্কা দেওয়ার জন্য Samsung এর প্রধান হাতিয়ার হবে।
2024 সালে কোন স্যামসাং ফোন আসবে
২০২৪ সালের প্রথম দিকে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের নয়া ফোন লঞ্চ করতে যাচ্ছে বাজারে Galaxy S24 Ultra ইতিমধ্যে অনেক কিছু প্রকাশ করা হয়েছে অনেক গণমাধ্যমে। এই সিরিজে S24, S24 Plus এবং S24 Ultra মডেল বাজারে আসতে পারে। বডি ফ্রেমে পরিবর্তন করে টাইটেনিয়াম বডি যুক্ত করবে গ্যালাক্সি এস ২৪ মোবাইলের ফাস্ট পারফরমেন্সের জন্য ব্যবহার করা হবে। Snapdragon 8 Gen 3 SoC প্রসেসর।
Samsung Galaxy S24 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Samsung Galaxy S24 ফোনে 6.2-ইঞ্চির, S24 Plus 6.7-ইঞ্চির এবং S24 Ultra 6.8 ইঞ্চি AMOLED ডিসপ্লে । এটি 160Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
ব্যাটারি: গ্যালাক্সি S24 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4,900 এমএএইচ ব্যাটারি এবং 25W ওয়াট ফাস্ট চার্জার। অন্যদিকে S24 Plus 4,900mAh ব্যাটারি এবং 25W ওয়াট ফাস্ট চার্জার। আবার গ্যালাক্সি S24 Ultra 5,000mAh ব্যাটারি ও 45W চার্জিং দেওয়া হতে পারে।
প্রসেসর: Samsung Galaxy S24 সিরিজের ফোনগুলিতে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং Exynos 2400 সম্পর্কে আরও বিশদ ফাঁস হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য নতুন এই সিরিজে ব্যবহার করা হয়েছে S24 Ultra ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 10 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স নিয়ে আসতে পারে। তবে আবার S24, S24 Plus মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। তিনটি ফোনেই সেলফি বা ভিডিও কলিং এর জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
ওএস: S24, S24 Plus এবং S24 Ultra এই তিনটি মডেল এই অ্যান্ড্রয়েড 14 লেটেস্ট অপারেটিং সিস্টেমের সাথে OneUI 6 এরান করবে।
আইফোন ফিফটিন প্রো ম্যাক্সকে টেক্কা দিতে Samsung Galaxy S24 নিয়ে আসছে টাইটেনিয়াম ডিজাইন