সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে এই 5 সেরা ফোন, Realme GT Neo 6, iPhone 15 এবং Samsung Galaxy S23 FE

চলতি মাস মোবাইল প্রেমীদের জন্য দারুন রোমাঞ্চকর হতে চলেছে। কেননা সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে এই 5 সেরা ফোন Apple, Samsung, OnePlus, Honor, Google, Realme -এর মতো ব্র্যান্ডগুলি এই মাসেই তাদের একাধিক নতুন-নতুন ব্র্যান্ডনিউ স্মার্টফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। মোবাইল প্রেমিদের কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাসের মোবাইলগুলি খুবই প্রিমিয়াম সেগমেন্টের অধীনে আসবে। দিনদিন মানুষ সময় গুনছে অ্যাপেলের নতুন ফোন iphone15 লঞ্চ হবার অপেক্ষায় ।   অন্যদিকে তিন বছর পর একটি নতুন মোবাইল ফোন লঞ্চের মাধ্যমে Honor গ্রাহকদের মন জয় করতে চলে এসেছে। সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে যাওয়া পাঁচটি স্মার্টফোন তার মডেল এবং ফিচার্সান সম্পর্কে জেনে নেই।

সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে যাওয়া ৫টি স্মার্টফোন মডেল বা সিরিজের তালিকা

12 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে iPhone 15 সিরিজ । ওয়ান্ডারলাস্ট ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ।। ২০২৩ সালে চারটি মডেল নিয়ে অ্যাপেল লঞ্চ করবে, যথা – iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। যার মধ্যে iPhone 15 Pro Max মডেলটি সব থেকে বেশি ফিচার প্রিমিয়াম লুক। সর্বাধিক প্রিমিয়াম ফিচার অফার করবে। বিশেষত্বের কথা বললে, অ্যাপল প্রথমবারের মত চার্জিং কেবলে আইফোনের লাইটিং পোর্ট এর পরিবর্তে android এর মত ইউএসবি টাইপ-সি পোর্ট নিয়ে আসছে ।

রিয়েলমি জিটি নিও ৬ ৫জি

সেপ্টেম্বর বাজারে আসছে Realme GT Neo 6 5G লঞ্চের মুখ দেখতে চলা অপর একটি মডেল হল রিয়েলমি জিটি নিও ৬ ৫জি। নতুন এই মডেলটি কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে । ১৪৪ হার্টজ কার্ভড OLED ডিসপ্লে প্যানেল, ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ আসতে পারে। এর পেছনে আরজিবি (RGB) লাইট যুক্ত রিয়ার প্যানেল লক্ষ্যণীয় হবে।রিয়েলমি জিটি নিও ৬ ৫জি স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকাপ এর জন্য থাকবে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

ওয়ানপ্লাস ওপেন

সেপ্টেম্বর বাজারে আসছে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ওয়ানপ্লাস ওপেন , ওয়ানপ্লাস ওপেন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। এই মডেলটি সাব-ব্র্যান্ডের OnePlus Open তৈরি করতে OPPO এর সাথে অংশীদারিত্ব করেছে, এবং মনে হচ্ছে তারা স্থায়িত্বের ক্ষেত্রে প্রতিযোগীদের ছাড়িয়ে যেতে বদ্ধপরিকর। এমনকি সম্প্রতি প্রকাশিত OPPO Find N3 ফ্লিপ ৪ লাখ ভাঁজের জন্য রেটিং পেয়েছে। এই চিত্তাকর্ষক নম্বরটির অর্থ হল আপনি প্রায় ১০ বছর ধরে দিনে ১০০ বারের বেশি OnePlus Open ওপেন ফোল্ডেবল ফোন খুলতে এবং বন্ধ করতে পারেন। Oppo Find N2 দ্বারা অনুপ্রাণিত হবে। ফিচার হিসাবে এটি – কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৭.১-ইঞ্চির প্রাইমারি ফোল্ডিং স্ক্রিন, ৫.৪-ইঞ্চির কভার ডিসপ্লে এবং পেরিস্কোপ সেন্সর অফার করতে পারে। 

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই

শিগগরি বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই । গ্যালাক্সি এস২১ এফই মডেলকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নতুন মডেলটি – ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং ফার্স্ট পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর । ফোনটিতে অক্টা–কোর প্রসেসর ও এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম থাকবে। এছাড়াও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ১০ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। ফোনটিতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের মতো বৈশিষ্ট্যও সাপোর্ট করতে পারে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ফোনে।

অনর ৯০

অনর ৯০ স্মার্টফোন খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে বহুল আলোচিত মোবাইল ফোন Honor। সংস্থাটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, আলোচ্য হ্যান্ডসেটকে ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) -এর মাধ্যমে বিক্রি করা হবে। প্রসঙ্গত, উক্ত অনলাইন শপিং সাইটটি ইতিমধ্যে অনর ৯০ স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ করেছে আল্ট্রা-ন্যারো বেজেল পরিবেষ্টিত কোয়াড-কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। অনর ৯০ স্মার্টফোনে রয়েছে ৬.৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল। নিশ্চিত করেছে যে-ফোনটিতে ১৬০০ নিট পিক ব্রাইটনেস সমর্থিত ১.৫কে কোয়াড-কার্ভড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1) কাস্টম স্কিন পাওয়া যাবে।

Leave a Comment