50MP ট্রিপল ক্যমেরা, শক্তিশালী ব্যাটারি ও প্রসেসর সহ লঞ্চ হলো Vivo Y27
ভিভো Y27 বাংলাদেশি মূল্যে 22,999 টাকা
ভিভো Y27 ফোনে আছে 6.64 ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে।(ভিভো Y27 মোবাইল বাংলাদেশ দাম)
আবার ভিভো Y27 ফোনে বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ভিভো Y27 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 ভিত্তিক Funtouch 13 কাস্টম স্কিনে রান করবে। (ভিভো Y27 মোবাইল বাংলাদেশ দাম)
ভিভো মোবাইলের দাম বাংলাদেশ ২০২৩
ফটোগ্রাফির জন্য, Y27 ফোনের পেছনে থাকছে 2 টি ক্যামেরা । ক্যামেরাগুলি হল এফ/1.8অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপথ শুটার এফ/2.4 অ্যাপারচার । ফুল এইচডি রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.0 অ্যাপারচার 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা । (ভিভো Y27 মোবাইল বাংলাদেশ দাম)
ভিভো Y27 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Mediatek Helio G85 (12 nm) প্রসেসর।
Vivo Y27 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 44 ওয়াট ফাস্ট চার্জার।
Vivo Y27 ফোনটি 6 জিবি রেম 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ভিভো Y27 ডিভাইসে বারগান্ডি কালো, সাগর নীল কালারে পাওয়া যাবে। স্মার্টফোনের ওজন 190 গ্রাম।
ভিভো Y30 (Vivo Y30) 810 ডাইনামিক প্রসেসর, শক্তিশালী ব্যাটারির সাথে বাজারে আসতে চলেছে Vivo y 30