oppo find x5 pro review Bangla Ultimate Oppo Flagship of 2022 পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল অপ্প ফাইন্ড এক্স ৫

oppo find x5 pro review Ultimate Oppo Flagship of 2022 পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল Oppo Find X5

Oppo Find X5 Pro

oppo find x5 pro review Bangla Ultimate Oppo Flagship of 2022 পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল Oppo Find X5 oppo find x5 pro review Bangla Ultimate Oppo Flagship of 2022 পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল Oppo Find X5

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় oppo মোবাইল ফোন।এতে রয়েছে 12 GB RAM এবং ইনবিল্ড 512 GB ইন্টারন্যাল স্টোরেজ।

oppo find x5 pro-এর বাংলাদেশ দাম 130,000।

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় oppo ও পিছিয়ে নেই oppo X সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। oppo find x5 pro একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  12 GB 512 GB এবং সেই সঙ্গে তিনটি রঙে(Colour)তিবাজারে আসলো।

Oppo Find X5 Pro Full Specifications:

Oppo Find x5 ফোনে আছে 6.55 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে । 120 হার্টজ রিফ্রেশ রেট। আবার Oppo Find x5 ফোনে  বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ও কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন।

Oppo Find x5  ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12  ভিত্তিক ColorOS 12.1 কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য,Oppo Find x5 ফোনের পেছনে থাকছে  3 টি ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.8অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,  13 মেগাপিক্সেল ডেপ্থ শুটার এফ/2.4 অ্যাপারচার, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এফ/2.2 অ্যাপারচার । 4k ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.4 অ্যাপারচার 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।

Oppo Find x5 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য Qualcomm SM8350 Snapdragon 888 (5 nm) প্রসেসর। Oppo Find x5  স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4800 এমএএইচ ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জার। আবার,10W রিভার্স ওয়্যারলেস চার্জার।

Oppo Find x5 ফোনটি 8 জিবি র‌্যম 256 জিবি স্টোরেজ 12 জিবি র‌্যম 256 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। Oppo Find x5 স্মার্টফোনের ওজন 196 গ্রাম।

Oppo Find x5 প্লেইন কালো, মার্জিত সাদা এবং মিরর বেগুনি কালারে পাওয়া যাবে। 

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, 3.5 মিমি অডিও জ্যাক,ইনফ্রারেড ইত্যাদি। 

oppo a53s 5g review Oppo এর সবথেকে সস্তা স্মার্টফোন

অপ্প রেনও ৭ জেড কড়া রঙ ও আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসলো

Leave a Comment